Bangali Daily Current Affair 2020
Current Affairs WBP,UPSC, Banking, SSC and Railways পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ এবং আগত পরীক্ষাগুলি যারা ২০২০ সালে প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই এই বিভাগটি সহ ভাল প্রস্তুতি নিতে হবে। বর্তমান বিষয়গুলি আমাদের বিশেষজ্ঞরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য UPSC, SSC, IAS, Railway-RRB, UPPSC, UKPSC, TNPSC, MPPSC,wbp এবং অন্যান্য রাজ্য সরকার পরীক্ষা এবং ব্যাংকিং পরীক্ষার সর্বশেষ Current Affairs ২০২০ এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, আইবিপিএস পিও ক্লার্ক, আরবিআই, আরআরবি এবং আরও অনেক কিছু। এই পৃষ্ঠায় দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি.কে. দেশ এবং বিশ্বজুড়ে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সচেতন থাকুন এবং আসন্ন সরকারের জন্য আপনার প্রস্তুতি সজ্জিত করুন ! এখানে, আমরা প্রতিদিনের সংবাদ এবং ইভেন্টের উপর ভিত্তি করে English & bangali Daily Current Affair (জি কে আপডেটস), প্রশ্ন এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স সরবরাহ করছি
19 january 2020 current affairs in bengali
1. সম্প্রতি অস্ট্রিয়ার নতুন চান্সেলার কে নিযুক্ত হয়েছেন?
a) সোহাল ওয়ার্ক জুড।
b) সোফি বিল্ম।
c) জুজান কেপুটোভা।
d) সেবেস্টিয়ান ক্রুজ।
Answer- d) সেবেস্টিয়ান ক্রুজ।
মনে রাখা প্রয়োজন -অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তর শহর "ভিয়েনা" সরকারি ভাষা-জার্মান,মুদ্রা -ইউরো (€)d (EUR)
2. প্রথমবর্ষ কৃষি মন্থন উৎসব কোথায় অনুষ্ঠিত হলো? |
a)মহারাষ্ট্র
b)গুজরাট
c)ঝাড়খণ্ড
d)রাজস্থান
Answer- b)গুজরাট
মনে রাখা প্রয়োজন -গঠন ১ মে, ১৯৬০ রাজধানী-গান্ধীনগর,বৃহত্তম শহর-আমেদাবাদ জেলা-৩৩
• রাজ্যপাল ওম প্রকাশ কোহলী
• মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (বিজেপি)
• বিধানসভা ১৮২ আসন
• লোকসভা ৩৩ আসন
3. এ বছর 29 তম সরস্বতী সম্মান পাচ্ছেন?
a)সিন্ধি লেখক অরুন মহী
b)ওড়িয়া লেখক ভাসদেভ মহী
c)মারাঠি লেখক ভাসদেভ মহী
d)সিন্ধি লেখক ভাসদেভ মহী
Answer -d)সিন্ধি লেখক ভাসদেভ মহী
মনে রাখা প্রয়োজন -সরস্বতী সম্মান দেওয়া হয় অসামান্য গদ্য বা কবিতা জন্য ৷১৯৯১ সালে কে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক সরস্বতী সম্মান প্রতিষ্ঠিত হয়েছিল । পুরস্কার -15 লক্ষ টাকা
4. পরমাণু শক্তি মন্ত্রক পরিচালত বিজ্ঞান সমাগম কোথায় অনুষ্ঠিত হলো?
a)নিউ দিল্লি
b)পুনে
c)মুম্বাই
d)রাঁচি
Answer-a)নিউ দিল্লি
মনে রাখা প্রয়োজন -নতুন দিল্লি হল ভারতের রাজধানী ও ভারত সরকারের প্রশাসনিক, আইন ও বিচারবিভাগীয় কেন্দ্র। এটি দিল্লি সরকারেরও কেন্দ্র। নিউ দিল্লি দিল্লি মহানগরীয় অঞ্চলের মধ্যে অবস্থিত এবং এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের ১১টি জেলার মধ্যে অন্যতম জেলা।
প্রতিষ্ঠা-১৯১১
• লেফট্যানেন্ট গভর্নর -নাজিব জাং • মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিবাল
5.ভারতীয় সেনাবাহনী কে S-400 মিসাইল কোন দেশ থেকে কিনলো?
a) usa
b) রাশিয়া।
c) ইসরাইল
d) ফ্রান্স
Answer-b) রাশিয়া।
মনে রাখা প্রয়োজন -ভূপৃষ্ঠ থেকে বায়ুতে আক্রমন করাসম্ভব ,এর নকশা তৈরি করেছেন -আলমাজ-আনতে
এবং উৎপাদনকারী- ফ্যাকেল মেশিন-বিল্ডিং ডিজাইন ব্যুরো ৷
উৎপাদন খরচ (প্রতিটি) $৪০০ মিলিয়ন প্রতি ইউনিট (আর্টিলারি ব্যাটেলিয়ন) যার মধ্যে ৮ লঞ্চার, ১১২ মিসাইল, কমান্ড এবং সাপোর্ট যানবাহন রয়েছে৷
6. ভিডিওর উন্নতির জন্য টিক টক কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো? |
a) IIM দিসপুর
b) IIM সিমলা
c) IIM রায়গড়
d) IIM ইন্দোর
Answer-d) IIM ইন্দোর
মনে রাখা প্রয়োজন -iim full form-Indian Institutes of Management
Indian Institute of Management Calcutta Established 1961
7. রানী 2য় এলিজাবেথের নুতন পরামর্শদাতা হিসেবে নির্বাচিত হলেন? |
a) রকি সেড
b) নির্বাণ লাভ
c) হরিশ সালেভে
d) পিটার জ্যাক
Answer- c) হরিশ সালেভে
মনে রাখা প্রয়োজন -পূর্ণ নাম -এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি পিতা-ষষ্ঠ জর্জ
মাতা- এলিজাবেথ বউয়েস লিয়ন , জন্ম-২১ এপ্রিল ১৯২৬ (বয়স ৯৩)লন্ডন,
8. Microsoft কত সালে কার্বন নেগেটিভ নিয়ে আসবে?
a) 2025
b) 2030
c) 2020
d) 2027
Answer- b) 2030
মনে রাখা প্রয়োজন -Founded -April 4, 1975 ,Founders -Bill Gates & Paul Allen
Headquarters- Washington, US
9 .GSAT-30 কোন জায়গায় থেকে লঞ্চ করলো?
a) ফ্রান্স এর Guiana
b) শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ
c) ব্যাঙ্গালাের কর্ণাটক
d) ওড়িশা
Answer-a) ফ্রান্স এর Guiana
মনে রাখা প্রয়োজন -ভারতীয় সময় ২টো ৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকলের (ভিএ-২৫১) পিঠে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট-৩০ উপগ্রহকে। এই মিশনের সময় কাল ১৫ বছর। ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে প্রায় ২০টি উপগ্রহ মহকাশে পাঠিয়েছে ইসরো। এই কেন্দ্রটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র।
10. সম্প্রতি United nations 2019-20 তে ভারতের GDP Growth rate কত থাকার
অনুমান করেছেন?
a) 4.1% |
b) 4.6%
c) 4.9%
d) 5.7%
Answer- d) 5.7%
মনে রাখা প্রয়োজন - Headquarters- New York City, Established -26 June 1945
11. 2020 এর 19 তম SCO Head বৈঠকের পরিচালনা করবে?
a) বাংলাদেশ।
b) পাকিস্থান।
c) ভারত।
d) নেপাল।
Answer-c) ভারত।
মনে রাখা প্রয়োজন - Shanghai Cooperation Organisation (SCO)
12. সম্প্রতি দক্ষিন মধ্য রেলওয়ে Door step banking এর জন্য কার সাথে চুক্তি করেছেন?
a) PNB
b) SBI
c) AXIX BANK
d) ICICI Bank
Answer-b) SBI
মনে রাখা প্রয়োজন -SBI(State Bank of India) Chairman- Rajnish Kumar ,
Headquarters: Mumbai, India, founded in 1806
Number of employees: 257,252 (March 2019)
13.সম্প্রতি বাংলাদেশ সরকার এক লাখ রোহিঙ্গা শরনার্থিদের থাকার ব্যাবস্থা কোথায় করেছেন?
a) নিল দ্বীপ।
b) ভাসান ফোর দ্বীপ।
c) নেতাজি দ্বীপ।
d) খান দ্বীপ।
Answer- b) ভাসান ফোর দ্বীপ।
মনে রাখা প্রয়োজন -রাজধানী ও বৃহত্তর শহর -ঢাকা, সরকারি ভাষা- বাংলা, মুদ্রা- টাকা (BDT)
• মোট আয়তন ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার (৫৭,৩২০ বর্গমাইল)
• বিজয় দিবস- ১৬ ডিসেম্বর ১৯৭১
14.কোন দেশ Winged Raider অভ্যাসের আয়োজন করেছেন?
a) রাশিয়া।
b) চীন।
c)বাংলাদেশ।
d) ভারত।
Answer- d) ভারত।
No comments:
Post a Comment
please do note enter any spam link in the comment box